ডে-নাইট ২৪ নিউজঃ অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব সাদেক কাউসার দস্তগীর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অদ্য ২২/০৭/২০২১ খ্রিঃ তারিখ রাত্রিবেলা ১৩নং কর্মধা ইউনিয়নের অন্তর্গত পাট্টাই সাকিন হইতে সিএনজি চালক সুমন মিয়া হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামী আনফর আলী (৪৩), পিতা-আব্দুল মালিক, সাং-মনছড়া বস্তি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করিয়া আসামীর দেওয়া তথ্য মতে ঘটনায় ব্যবহৃত চাকু উদ্ধার চাকু উদ্ধার করা হয়।উল্লেখ্য যে, গত ২১/০৭/২০২১ খ্রিঃ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় কুলাউড়া থানাধীন ১৩নং কর্মধা ইউপির অন্তর্গত মনছড়া বস্তি সাকিনের বাদী মতিন মিয়ার সমতল খাস জমিতে প্রতিপক্ষ আনফর আলী ও তার পক্ষের লোকজন বাদীর ছেলে ভিকটিম সুমন মিয়াকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এক পর্যায়ে আসামী আনফর আলী তাহার হাতে থাকা ধারালো চাকু দিয়া ভিকটিম সুমন মিয়ার পেটের নাভীর নীচে ঘাই মারিলে ভিকটিমের পেটের ভুরি বাহির হইয়া পিঠের দিকে চাকু বাহির হয় এবং প্রচুর রক্ত ক্ষরন হয়। উপস্থিত লোকজন ভিকটিম সুমন মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করিয়া সিএনজি গাড়ী যোগে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম সুমন মিয়াকে মৃত বলিয়া ঘোষনা করে। বর্ণিত বিষয়ে ভিকটিমের পিতা মতিন মিয়া বাদী হইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।