স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ১২ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখে এসআই/সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপির অন্তর্গত মনু ব্রীজ সংলগ্ন ঘাটের বাজারের পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আব্দুল মালিক (৩৬), পিতা-মৃত এরশাদ মিয়া, সাং-সঞ্জরপুর, ১১নং শরীফপুর ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হইতে ০৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৩, তারিখ: ১৩/১১/২০২২ খ্রিঃ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে ।