1. ajohirrayhan@gmail.com : Fozlu :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ সহ আটক ২ মৌলভীবাজার ৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন নৌকা প্রতিকের প্রার্থী মোঃ জিল্লুর রহমান। মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.শাহাব উদ্দিন। ৭ম বারের মতো মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মো. আব্দুস শহীদ রাখাল নৃত্যের মধ্যদিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে মনিপুরী সম্প্রদায়ের ১৮১ তম সর্ববৃহৎ রাস উৎসব। মৌলভীবাজারের চারটি আসনে যারা নৌকা পেলেন। মৌলভীবাজার ৩ আসনের নৌকার মাঝি জিল্লুর রহমান। কে পাচ্ছেন নৌকা প্রতিক জানা যাবে আজ। নাঈম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহিলা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন। মৌলভীবাজারে হঠাৎ করেই উত্তপ্ত বিএনপি’র নেতাকর্মীরা: ৪৮ ঘণ্টার হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্টঃ
  • সময়ঃ সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ ভিউ

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে প্রতিমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছেও বলে জানান ওবায়দুল কাদের। তিনি জানান, আগামীকাল মঙ্গলবারের মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলা হয়েছে।

গত ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নাতনি জাইমা রহমান সম্পর্কে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

নারী অধিকারকর্মীদের পাশাপাশি সরকারদলীয় প্রভাবশালী অনেক নেতাও বলছেন, প্রতিমন্ত্রী মুরাদের ক্ষমা চাওয়া উচিত।

তবে সোমবার বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, তিনি এসব বক্তব্য দিয়ে কোনো ভুল করেননি। এগুলো তিনি প্রত্যাহারও করবেন না। প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের পক্ষ থেকে কোনো চাপও নেই।

এর আগে সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত। তিনি তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। পেশায় চিকিৎসক এ রাজনীতিবিদ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। পরে ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তিনি।

এই পোস্টটি সোশাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন
এই ওয়েবসাইট ডিজাইন করেছেন Johir Rayhan
Theme Designed BY Kh Raad ( Frilix Group )