এস এম ফজলুঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক রাজনগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে এক বিশেষ অভিযান পরিচালনা করে জাহিদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।
জানাগেছে (১৪ সেপ্টেম্বর) ২০২২ খ্রিঃ রোজ বুধবার রাজনগর থানাধীন ০৮ নং মনসুরনগর ইউ/পি এলাকার মহলাল বাজারের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান (জাহিদ এন্টারপ্রাইজ) এর স্বত্বাধীকারী জাহিদ মিয়ার পান দোকান ব্যবসার আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছেন দীর্ঘদিন যাবৎ।
.আরো পড়ুন মৌলভীবাজারে সিআইডি পরিচয়ে প্রতারণার দায়ে গ্রেফতার ১
এমন মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাইপূর্বক মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হন।
এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদ এন্টারপ্রাইজ এর স্বত্বাধীকারী জাহিদ মিয়া তার পান দোকান হতে বাহির হয়ে পালিয়ে জাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
.আরো পড়ুন শ্রীমঙ্গলে ভিক্ষুকের কোল থেকে তিন মাসের শিশুকে অপহরণ: কালিগঞ্জ থেকে উদ্ধার
পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী জাহিদ মিয়া এর দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউউজার এর ডান পকেট থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে এক টি নীল রংয়ের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিথিনের ভিতর হতে ৬০ (ষাট) পিছ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।