ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎতের লাইন টেকনেশিয়ানকে মারপিটকারী যুবককে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
গত ২৮ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারী টিম আসামী লুৎফুল হায়দার @ জগলু (৩৫), পিতা-মৃত আছদ্দর আলী, সাং-শেরপুর, ০৫নং ব্রাহ্মণবাজার ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার এর বাড়ীতে যাইয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য বলেন।
.আরো পড়ুন বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান।
বকেয়া বিল পরিশোধ না করায় বিচ্ছিন্নকারী টিম আসামীর মিটার হইতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করিতে গেলে উক্ত আসামী বাঁশের লাঠি দিয়া বিদ্যুৎতের লাইন টেকনেশিয়ান মোঃ জয়নুল আবেদীন এর মাথার বাম পাশে কানের উপর বারি মারিয়া মারাত্মক জখম করে।
উক্ত ঘটনার বিষয়ে মোঃ নাজমুল তারেক, এজিএম (ওএন্ডএম) মৌলভীবাজার পবিস, কুলাউড়া সাব-জোনাল অফিস বাদী হইয়া থানায় মামলা দায়ের করিলে অদ্য ১২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখে এসআই/মোঃ আমির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামীকে ব্রাহ্মণবাজার শেরপুর সাকিন হইতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।