অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের ঘড়ুয়া এলাকা থেকে চোরাই গাড়ি সহ দুইজন গ্রেফতার করেছে জেলা গুয়েন্দা শাখা।
(১০ নভেম্বর) মৌলভীবাজার সদর থানার মোস্তফাপুর ইউনিয়নের ঘড়ুয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই তোফাজ্জল হোসেন জানতে পারেন মৌলভীবাজার সদর থানাধীন ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ঘড়ুয়া গ্রামের সাব্বির এর বাড়ীতে একটি চোরাই প্রাইভেট কার রয়েছে। পরে তার নেতৃত্বে ডিবির একটি দল উক্ত সংবাদের ভিত্তিতে সেই স্থান থেকে
০১টি নম্বর প্লেট বিহীন সিলভার রংয়ের TOYOTA PROVOX প্রাইভেটকার, সেই গাড়ীর ৪টি দরজা, সীট, ০৪টি চাকা, টায়ার, বুনেট, সীলিং, অন্যান্য যন্ত্রাংশ খোলা ও আলাদা আলাদা অংশ, যার মূল্য অনুমান ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা।
এসময় গাড়ী কাটার কাজে ব্যবহৃত অক্সিজেন গ্যাস হোল্ডার ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ১। মোঃ আব্দুল কাইয়ুম (৩২), ২। সৈয়দ রায়হান আহমেদ(২৪) নামে দুজনকে আটক করে।
আসামীদেরকে উক্ত প্রাইভেটকারের মালিকানা সংক্রান্তে বৈধ কাগজ প্রর্দশন করতে বললে তারা কোন প্রকার বৈধ কাগজ পত্র প্রর্দশন করতে পারে নাই।
আটককৃত ব্যাক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় , জব্দকৃত গাড়ীটি অনুমান ৬/৭ দিন পূর্বে আসামীদ্বয়সহ পলাতক ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী মিলে অজ্ঞাত স্থান হতে চুরি করে নিয়ে এসে কেটে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে রাখে এবং পরিকল্পনা মোতাবেক আলাদা আলাদা ভাবে বিক্রয়ের লক্ষ্যে তারা গাড়িটি ভিন্ন ভিন্ন অংশে কাটে।
আসামিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।