ডে-নাইট ২৪ নিউজঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ মৌলভীবাজার জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১শে সেপ্টেম্বর বুধবার দুপুর ৩:০০ ঘটিকায় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ছিলেন জনাব মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক, মৌলভীবাজার , প্রধান অতিথি জনাব নেছার আহমেদ, মাননীয় সংসদ সদস্য, মৌলভীবাজার ৩, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়, পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা, জনাব মোঃ ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার, জনাব মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মৌলভীবাজার সদর।
দুপুর ৩:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে বালিকা ফুটবলার খেলা অনুষ্ঠিত হয় এ সময় বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা, চ্যাম্পিয়ন এবং পাঁচ পীরজালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, রানার্স আপ হয়। বালক ফুটবল দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় , বড়লেখা এবং কাশি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুড়ী, রানার্স আপ হয়। খেলা শেষে বিশেষ অতিথি ও প্রধান অতিথি এবং সর্বশেষ সভাপতি মহোদয়ের বক্তব্য শেষে , ফুটবল খেলার রানার আপ এবং চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ,বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়।