স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার উপজেলার রাজনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ মৌসুমে প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াংকা পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শুভ উদ্বোধন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
২ নভেম্বর মঙ্গলবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাজান খাঁন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ প্রমুখ। এছাড়া কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।