এস এম ফজলুঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কচু ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর কাটা হাত-পায়ের পর এবার উদ্ধার হলো মাথাবিহীন দেহ।
মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাছড়া গ্রাম থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।
এর আগে, সোমবার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামের এক কৃষকের কচু ক্ষেত থেকে তার কাটা দুই হাত ও এক পা উদ্ধার করা হয়েছিল। তবে পুলিশ ওই নারীর মাথা ও আরেক পায়ের সন্ধানে মাঠে রয়েছে।
শ্রীমঙ্গল থানার উপ পুলিশ পরিদর্শক কাশী চন্দ্র শর্মা বলেন, সকাল বেলা গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পায়। সেখানে গন্ধ বের হচ্ছিলো। পরে সে পুলিশে খবর দেয়। এই জায়গাটি গতকালের কচু খেতের থেকে প্রায় আধা কিলোমিটার দূর।