ডে-নাইট ২৪ নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে করোনা সংক্রমণে এবার সীমিত আকারে হবে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) এর ৬৮১তম উরুস।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃফজলুর রহমান জানান, রীতি অনুযায়ী দোকানপাট বসবে। তবে সেটা শুধুমাত্র শনিবার একদিনের জন্য।
তিনি সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।
উরুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ জানান, করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে এ বছর একদিনের উরুসের অনুমতি পাওয়া গেছে। যে কারণে শুধুমাত্র শনিবার (১৫ জানুয়ারি) উরুস অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ বছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহির ৬৮১তম উরুস মোবারক। শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ আছর মিলাদ মাহফিল, গরুর জবেহ ও জিকির আছকার। শনিবার সকাল ৯টায় গিলাফ ছড়ানো, বাদ জোহর শিরনী বিতরণ। বাদ এশা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরুস সমাপ্ত হবে।
উল্লেখ্য,মৌলভীবাজারে শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.)উরুস ও মেলা। এ বছর ৬৮১তম উরুস হওয়ার কথা। গত বছর ২০২১ সালে করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধির কারণে উরুস ও মেলা অনুষ্ঠিত হয়নি।