অনলাইন ডেস্কঃ গ্রেফতারের প্রায় চার সপ্তাহ পর কারামুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১ সেপ্টেম্বর) কারাগার থেকে বেরিয়ে সাদা রঙের গাড়ির সানরুফ খুলে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এই সময় তার হাতে মেহেদীর রঙে ‘ডোন্ট লাভ মি বিচ’ লেখা দেখা যায়। লেখার নিচে একটি প্রতীকও ছিলো। যা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়।
ওই দৃশ্য সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয়ে যায়। আলোচনা ওঠে, এই সব কথা ও প্রতীক দিয়ে আসলে কী বলতে চেয়েছেন পরীমণি?
অবশেষে এসব প্রশ্নের উত্তর দিলেন পরীমণি। জানালেন, এটা তিনি ‘বিচ’দের উদ্দেশ্যেই বলেছেন।
পরীমণি একটি জাতীয় দৈনিককে বলেছেন, যারা বিচ তাঁদের উদ্দেশ্যে এমন কথা বলেছি। লেখাটা পড়ে যাঁদের মনে হবে, আল্লাহ! আমাকে নিয়ে এটা লিখলো- তাঁদের উদ্দেশ্যেই এই লেখা। ওদের তালিকা তো আমি নাম ধরে বলতে পারবো না। আমাকে আটক, গ্রেপ্তার এবং কারাগারের নিয়ে যাওয়ার পর তাদের জীবন সার্থক মনে হয়েছে। কেউ কেউ তো খুশিতে নাচাও শুরু করেছে। যেই আমি ফিরে আসছি, অনেকে আবার মিস ইউ, লাভ ইউ বলা শুরু করছে। এই ধরনের ভালোবাসা আমার দরকার নাই। আমি তাদেরকেই বলেছি, তোমরা আমাকে ভালোবেসো না। আমি যাদের জন্য পরীমণি, যারা সত্যি সত্যি আমাকে অন্তরের মধ্যে বসিয়ে রাখছে, তাদের আমি সব সময় ভালোবাসি। আজীবন ভালোবাসি।