বিশেষ প্রতিবেদকঃ সংবাদ জগতের বহুল পরিচিত ও জনপ্রিয় সংবাদ মাধ্যম NTv ইউরোপে সংবাদ উপস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন কমিউনিটির সু-পরিচিত ও দক্ষতা সম্পন্ন ব্যক্তি আব্দুল মজুমদার,
জানা গেছে আব্দুল মজুমদার একজন সদা হাস্যজ্জল মানুষ, তিনি উনার আচরন ব্যবহারে খুব সল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।
আব্দুল মজুমদার এর আগেও যুক্তরাজ্যের একটি সংবাদ মাধ্যমের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন বলে জানাগেছে।
আব্দুল মজুমদারের Ntv তে নিয়োগ পাওয়াতে দেশে বিদেশে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।